পুঁজিবাজার ডেস্ক : আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১২ কোটি ৭৩ লক্ষ ৫৯ হাজার ৩২৬ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩০৭ কোটি ১ লাখ ৩ হাজার ৮৯৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫.৭৮ পয়েন্ট কমে ৫১৮৫.০০ ডিএস-৩০ মূল্য সূচক ১.৭৪ পয়েন্ট কমে ১৯২১.০০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৫৪ পয়েন্ট কমে ১১৫৮.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ফাইন ফুডস, এশিয়াটিক ল্যাব, অগ্নি সিস্টেম, মিডল্যান্ড ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, স্কয়ার ফার্মা ও রবি এক্সিয়াটা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এওএল, জাহিন স্পিনিং, লিগেসী ফুটওয়্যার, ডমিনেজ স্টিল, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেম, সিএপিএম আইবিবিএল মি. ফা., আফতাব অটোস, তসরীফা ইন্ডাঃ ও এসএস স্টিল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: দুলামিয়া কটন, স্ট্যান্ডার্ড সিরামিকস, আইসিআইসিএল, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনী মি. ফা., আইএসএন লিঃ, প্রাইম ইন্সুঃ, সিঙ্গার বিডি, পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., টুংহাই নিটিং ও রূপালি ব্যাংক লিঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৮৭৭৪২০৮৮২১৪.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডিএসইতে আজ ৩০৭ কোটি টাকার লেনদেন https://corporatesangbad.com/498721/ |