টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

Posted on November 30, 2024

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার ফজরের পর থেকে আম-বয়ানের মাধ্যমে শুরু হওয়া এই ইজতেমা শেষ হবে মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। প্রথম পর্বের জোর ইজতেমার আয়োজন করেন মাওলানা যোবায়ের অনুসারীরা। এরপর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমা আগামী ডিসেম্বরের ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বরে শেষ হবে।

জোড় ইজতেমা হল তাবলিগ জামাতের একটি অনুষ্ঠান। বিশ্ব ইজতেমার আগে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, তাবলিগ জামাতের সব সাথীই জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত, তিন চিল্লার সাথীদের নিয়েই এই ইজতেমা অনুষ্ঠিত হয়।

এই জোড় ইজতেমা থেকেই সিদ্ধান্ত হবে কীভাবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা সফল করা যায়।