বিনোদন ডেস্ক : ঢাকা থেকে বরগুনা জেলার আমতলী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এসময় রুবেল ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস এর ইন্সপেক্টর ওহিদুজ্জামান জানান, শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক কিশোরগঞ্জের ওমর ফারুকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। চিত্রনায়ক রুবেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল অফিসার বলেন, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত।
এদিকে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আজ অল্পের জন্য বেঁচে গেছি। বরগুনা আমতলীতে কারাতে একটি একাডেমির আয়োজনে আজ আমার অংশ নেওয়ার কথা। তাই সকালে আমরা মাইক্রোবাসে করে সেখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দেখতে পায়, সামনে থেকে দ্রুত গতিতে আরেকটি বাস আসছে। তখন উপায় না পেয়ে মাইক্রোবাসটি রাস্তার একপাশে নামিয়ে দেয়। সেসময় একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় গাড়ির একপাশ দুমড়েমুচড়ে গেছে। ভাগ্য ভালো হওয়ায় আল্লাহ এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে মাইক্রোবাসে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা একটু বেশি খারাপ। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরাও সেই হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়েছি। আমার খুব বেশি কিছু হয়নি। দুজনকে হাসপাতালে রেখে আমরা এখন বরগুনার আমতলীতে পথে আছি।
জানা যায়, বরগুনা জেলার আমতলীতে একটি কারাতে ক্লাবে যাওয়ার জন্য নায়ক রুবেল একটি মাইক্রোবাসে (হায়েস) ঢাকা থেকে সকালে রওনা হন। তাদের মাইক্রোবাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় আসলে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাড়ের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে নায়ক রুবেলসহ তার সাথে থাকা ৮ জন আহত হয়।
১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রুবেলের। তার প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। এরপর ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল হিট।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল https://corporatesangbad.com/492306/ |