নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৪ টাকা ৩০ পয়সা অর্থাৎ ২৬ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৫ টাকা ৩০ পয়সা বা ২৪ দশমিক ৫৪ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়া ৮ টাকা ২২ দশমিক ১০ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আফতাব অটোমোবাইলস লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১ দশমিক ১৩ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২১ দশমিক ১২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির ১৯ দশমিক ১৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ১৮ দশমিক ৯৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ১৮ দশমিক ৪৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ দশমিক ১৫ শতাংশ, জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ১৭ দশমিক ৫৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।