ডিএসইর বাজার মূলধন বাড়লো ২ হাজার কোটি টাকা

Posted on November 16, 2024

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সব মূল্য সূচকের উত্থানে বিদায়ী সপ্তাহ পার করেছে । তবে কেমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। একই সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এছাড়াও সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৬৯ কোটি টাকার বেশি।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৮০৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ০.৪৩ শতাংশ বা ২ হাজার ৮৬৯ কোটি টাকা।

এদিকে চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ২০.৮৭ পয়েন্ট বা ১.০৬ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ১.৬১ পয়েন্ট বা ০.১৪ শতাংশ।

তবে সূচকের উত্থানের পরও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭৭০ কোটি ১০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৯ কোটি ৬ লাখ টাকা।

এদিকে, চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ২ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ৮১ লাখ টাকা। তাতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮.৫৫ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টি কোম্পানির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।