ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত এবং দুইজনের আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে শামীম এন্টারপ্রাইজের একটি বাস ময়মনসিংহ-নেত্রকোনা রোডের তারাকান্দার কাশিগঞ্জ এলাকার আবু সাঈদের বাড়ির সামনের রাস্তায় একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের খিচা গ্রামের মো.আবু সাঈদের পুত্র মো. খোকন মিয়া(২২) এবং আহতরা হলেন একই ইউনিয়নের সানুরা গ্রামের আমজাদ হোসেনের পুত্র রাসেল মিয়া(৩০) ও রবি মিয়ার পুত্র রাসেল মিয়া(২৩)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে শামীম এন্টারপ্রাইজের একটি বাস ময়মনসিংহ-নেত্রকোনা রোডের কাশিগঞ্জ এলাকার আবু সাঈদের বাড়ির সামনের রাস্তায় একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে খোকন মিয়াসহ তিনজন গুরুতর আহত হয়।পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পর দুপুরে সেখানে মারা যান খোকন মিয়া।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান বলেন, সড়ক দূর্ঘটনায় খোকন মিয়া নামের একজন হাসপাতালে মারা গেছেন।ঘাতক বাসটির ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।