ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জহুরা খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মৃত জহুরা খাতুন জেলার গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মিজানুর রহমানের মেয়ে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত জহুরা খাতুন জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা। তিনি সম্প্রতি ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন। পরে গত ১৫ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে মারা যান।
তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৩৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মাঝে পুরুষ ২৮, নারী ৭ ও দুই শিশু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ ও সুস্থ হয়েছেন ১৯ জন।