মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলা সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় বজ্রপাতের আঘাতে রোকসানা বেগম (২২) নামের এক কিশোরীর মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চকরিয়ার প্রত্যেকটি অঞ্চলে আসরের পর হঠাৎ ভারী বৃষ্টি নামতে শুরু করে এবং সাথে থেমে থেমে বজ্রপাতও হয়।
উক্ত বজ্রপাতের আঘাতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী পূর্বপাড়া এলাকায় রোকসানা বেগম নিহত হয়। এ সময় রোকসানা বেগম তার বাড়িতে অবস্থান করছিল।
নিহত রোকসানা বেগম চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী এলাকার জাকির হোসাইনের মেয়ে বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের বলেন, বজ্রপাতে চকরিয়ার শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় একজন কিশোরীর মৃত্যুর খবর পেয়েছি। পারিবারিকভাবে যোগাযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।