নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মোঃ রজ্জব আলী খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ছাত্র সমাজ ও হরিরামপুর এলাকাবাসী।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে তার অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে গত ২৯ সেপ্টেম্বর মানিকগঞ্জ সিভিল সার্জন বরারব লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মোঃ রজ্জব আলী খান হাসপাতালের এমন কোন খাত নেই যেখানে সে দুর্নীতির হাত বসাইনি। সিজার থেকে শুরু করে হাসপাতালের এম্বুলেন্স মেরামতের এবং তেলের টাকা আত্মসাৎ করা, গাছের ডালাপালা বিক্রি করাসহ এমন কোন সেক্টর নেই যেখানে তার দুর্নীতি নেই।
বক্তরা আরও বলেন, সে একজন অফিস পিয়ন। তারপরও সে ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের দায়িত্বে নিযুক্ত হয়ে প্রত্যােকটা পরতে পরতে দুর্নীতি করছে। আমরা এর বিরুদ্ধে নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আন্ধারমানিক এলাকার সোহাইল আহম্মদ, বিচারপতি নুরুল ইসলাম কলেজের ছাত্র মোহাম্মদ তন্ময়, মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজী কাউসার, মেহেরাব হোসাইন প্রমুখ।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মোঃ রজ্জব আলী খানেকে অফিস কক্ষে না পেয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না বলেন,অফিস সহায়ক মোঃ রজ্জব আলী খানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সিএস স্যার একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত করার পর কি হল না হল সেটা আপনারা জানতে পারবেন। তদন্ত করার আগেতো আর কিছু বলা যায় না।