শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: গত ৪৮ ঘন্টায় সাতক্ষীরায় বিজিবি-৩৩ ব্যাটালিয়নের পৃথক অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
গত মঙ্গলবার সকাল ৮ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ৪৮ ঘন্টার এ অভিযানে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৩ বোতল ফেন্সিডিল, একটি মোটর সাইকেল, একটি ভারতীয় আইডি কার্ড ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি করোনা টিকার কার্ড উদ্ধার করা হয়।
আটককৃত হলেন- সদর উপজেলার রাজার বাগান এলাকার জামাল বাদশা ও মো.হাসান আলী এবং ভারতের উত্তর চব্বিশ পরগনার জেলার মিজান আলী, বরিশাল জেলার সাহাদেব মন্ডল ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেখ আলিমুর রহমান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা লক্ষিদাড়ি সীমানা পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ জামাল বাদশা ও হাসান আলীকে আটক করা হয়
এ ছাড়া কাকডাঙ্গা ও ভোমরা সিমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের দায়ে শ্রী সাহাদেব মন্ডল, আলিমুর, মিজানকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে একটি ভারতীয় আইডি কার্ড ও টিকার কার্ড উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।