বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় দিকে কাগইল ইউনিয়নের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- মিরপুর এলাকার আব্দুল্লাহেল কাফির মেয়ে প্রত্যাশা (৯) ও একই এলাকার মামুন ইসলামের মেয়ে নিশা (১০)।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২ টার সময় তিন শিশু স্থানীয় বিলের মধ্যে একটি ডোবায় গোসল করতে যায়। এ সময় দুই শিশু পানিতে ডুবে গেলে অপর শিশুটি চিৎকার আর কান্না করতে থাকে। কান্নার আওয়াজে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রত্যাশা ও নিশার মৃত দেহ ডোবা থেকে উদ্ধার করে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।