গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর মরদেহ বিছানায় এবং স্বামীর মরদেহ ঘরের ধন্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত সোহাগ মিয়ার মেয়ে পারভীন আক্তার (৩২) ও তার স্বামী জালাল মিয়া (৪২)। তারা স্বামী স্ত্রী ওই এলাকায় ভাংগারীর ব্যবসা করতেন। আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয় জালাল মিয়ার সঙ্গে। তারা উভয়ে কোনাবাড়ী থানাধীন বাইমাইল নয়াপাড়া এলাকায় আমার নানার বাসায় থাকতো।
পুলিশ জানান, পারিবারিক কলহলের জেরে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা।
এদিকে, গেল রাতে টঙ্গী ফ্লাইওভার নিচে সড়ক দুর্ঘটনা একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় মেলেনি। পুলিশ জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মার্তা এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত চারটি মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।