সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বাসচাপায় মুনতাহা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুটির নানী মমতাজ বেগম (৫০)।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাহা রায়পুরা উপজেলার পিরিজকান্দী এলাকার প্রবাসী মো: মামুন মিয়ার মেয়ে। আহত বৃদ্ধা মমতাজ বেগম শিবপুর উপজেলার গাবতলী এলাকার মোশারফ হোসেনের স্ত্রী।
ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মরজাল বাসস্ট্যান্ড এর অদূরে শিবপুরের গাবতলী এলাকার বাসিন্দা নানী মমতাজ বেগম ভৈরব যাওয়ার জন্য নাতনী মুনতাহাকে সাথে নিয়ে মরজাল বাসস্ট্যান্ডে আসেন। তারা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাহা ঘটনাস্থলেই মারা যায়। গুরতর আহত হন মমতাজ বেগম। স্থানীয়রা মমতাজ বেগমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: বাবুল মিয়া জানান, খবর পেয়ে অভিযুক্ত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।