কর্পোরেট সংবাদ ডেস্ক : পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার তিনজন কর্মকর্তা, পুলিশ সুপার পদমর্যাদার একজন ও সহাকারী পুলিশ সুপার পদমর্যাদার তিনজনসহ মোট ৭জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এ সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
অবসরে পাঠানো ৬ কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. দাদন ফকির, এপিবিএনের সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ঢাকার পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে সংযুক্তির আদেশপ্রাপ্ত রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমাড্যান্ট (পুলিশ সুপার) মো. মীজানুর রহমান।
ঢাকার শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত (অতিরিক্ত আইজি, সুপারনিউমারারি) উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আক্তার, পুলিশ টেলিকম ঢাকার (অতিরিক্ত আইজি, সুপারনিউমারারি) উপপুলিশ মহাপরিদর্শক বশির আহম্মদ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য।
পৃথক এসব প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবুল মোমেন বলেন, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।