January 15, 2025 - 3:51 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যসাতক্ষীরায় বেলজিয়াম হাঁসের খামার করে স্বাবলম্বী

সাতক্ষীরায় বেলজিয়াম হাঁসের খামার করে স্বাবলম্বী

spot_img

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: বেলজিয়াম হাঁস পালন খামার করে স্বাবলম্বী হয়েছেন সাতক্ষীরার ইসলাম আলী। মাংস উৎপাদনের পাশাপাশি হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হয়েছেন তিনি। মাত্র তিন লক্ষ টাকা পুঁজি নিয়ে ৩০০টি হাঁস পালন দিয়ে শুরু করে চার বছরের ব্যবধানে তার এখন মুলধন হয়েছে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা। বাড়িয়েছেন খামারের পরিধিও। এখন ১ হাজার ৪শ টি বেলজিয়াম হাঁস রয়েছে তার খামারে।

সাতক্ষীরা সদর উপজেলার কাসেমপুর বাইপাস সড়কের পাশে অবস্থিত জাহাঙ্গীর হাঁস খামারের স্বত্তাধিকারী ইসলাম আলী জানান, ২০০০ সালে কিশোরগঞ্জ জেলা থেকে ৩০০ টি বেলজিয়াতের হাঁসের বাচ্চা এনে খামার শুরু করেন। মাংস উৎপাদনের জন্য ৪৫ দিন পর পর হাঁস বিক্রি করেন। এতে প্রতি চালানে ৮০ থেকে ৯০ হাজার টাকা লাভ হয় তার। লাভের টাকা দিয়ে প্রতি বছর হাঁসের সংখ্যা বাড়াতে থাকে বলে জানান তিনি।

তবে চলতি বছরের মে মাস থেকে তিনি মাংস উৎপাদনের পাশাপাশি ডিম ফুটানো মেসিন দিয়ে হাঁসের বাচ্চা উৎপাদন শুরু করেছেন। খামারী ইসলাম আলী বাচ্চা ফুটানো একটু ব্যয়বহুল হলেও লাভ অনেক বেশি হবে বলে আশা করছেন। প্রতি সপ্তাহে সাড়ে ৫ থেকে ৬ হাজার বাচ্চা উৎপাদন হচ্ছে তার খামারে।

খামারী ইসলাম আলী আরও বলেন, বাচ্চা উৎপাদনে বছরে ৪০ লক্ষ টাকা খরচ হলেও খামারে তেমন কোনো মড়ক বা বিপর্যয় দেখা না দিলে বছরে ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা লাভ হবে বলে জানান।

এদিকে সরকারি কোন সুযোগ সুবিধা না পেয়ে অভিযোগ তুলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধে। তার খামারে হাঁসের ডাকপ্লে রোগের জন্য বিনা মুল্যে সরকারী ভ্যাকসিন পায়না তিনি।

তিনি বলেন, বিনা মূল্যে ভ্যাকসিন দেয়ার কথা থাকলেও প্রতিটি ডাকপ্লে ভ্যাকসিন প্রাণী সম্পদ অফিস থেকে কিনতে হয় ৫০ টাকা দিয়ে।

এ দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোলিয়া বাকসা গ্রামের হাঁস খামারী মন্টু হোসেন বলেন, স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে গত ৭/৮ যাবত ক্যাম্বেল হাঁস পালন খামার করেছেন। তার খামারে বর্তমান ১ হাজার ১০০ টি হাঁস রয়েছে। যার বর্তমান মুল্য ৬ লাখ টাকার উপরে। তিনি বলেন, ৬ মাস পূর্বে খুলনা সরকারী হাঁস প্রজনন খামার থেকে ১ হাজার ২০০ টি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিয়ে তার খামার শুরু করেন। এর পাঁচ মাস পরে ১০০ টি হাঁস বিক্রি করেন ৬৫ হাজার টাকা। এখন তার খামারে ১ হাজার ১০০টি হাঁস রয়েছে। এর মধ্যে কিছু হাঁস ডিম দেয়া শুরু করেছে।

এখন তার খামারে যে হাঁস রয়েছে তার গড় মূল্য ৬ থেকে সাড়ে ৬ লক্ষ টাকা। প্রতিটি হাঁস তার খামার থেকে ৬০০ টাকা মূল্যে ক্রয়ের জন্য স্থানীয় পাইকাররা জানিয়েছেন। ফলে ৭ মাসে হাঁস পালন করে সাড়ে ৪ লক্ষ টাকা লাভ হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডাক্তার এস.এম মাহবুবুর রহমান জানান, বেলজিয়াম হাঁস মাংস উৎপাদনের জন্য খুবই উপযোগি। এ জাতের হাঁস দ্রুত বর্ধনশীল। একেকটির ওজন হয় ৪/৫ কেজি পর্যন্ত। তাছাড়া এর মাংসও খুবই সুস্বাদু। দেশের বিভিন্ন এলাকায় এই হাঁসের চাহিদাও রয়েছে বেশ। তিনি বলেন, জেলার বিভিন্ন এলাকাতে ছোট বড় মিলে অন্তত শতাধিক বিভিন্ন প্রকার হাঁসের খামার রয়েছে। এরমধ্যে বেলজিয়াম হাঁস খামার রয়েছে অন্তত ৩০ থেকে ৩৫টি। এসব খামারী মাংসও ডিম উৎপাদন করে ভালোই লাভবান হচ্ছে।

জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এসব হাঁস পালন খামারীদের ডাকপ্লে ভ্যাকসিনসহ নানা ধরনের সহযোগিতা করা হয়ে থাকে। তিনি বলেন, স্বল্প পুঁজি বিনিয়োগ করে যে কেউ এধরনের হাঁস পালন খামার করে আর্থিক ভাবে স্বচ্ছল হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক ও এসআই ক্লোজ

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি)...

চকরিয়ায় পিকআপের চাপায় রাজমিস্ত্রী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছয়কুড়িটিক্কা পাড়া এলাকায় বালুভর্তি পিকআপের চাপা পড়ে নুরুল আবছার (২৭) নামে এক...

বনের গাছ কেটে সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ফাহাদুল ইসলাম পাভেল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে বন বিভাগের গাছ কেটে সরকারি জায়গায় হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে।...

নিষেধাজ্ঞার মধ্যেই ফুলবাড়িয়ার ২৬৫ বছরের ঐতিহ্যবাহী ‘হুমগুটি’ খেলায় জনতার ঢল

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২৬৫ বছর যাবত চলতে থাকা ঐতিহ্যবাহী হুমগুটি খেলা বন্ধ ঘোষণা করে প্রশাসন তৎপরতা চালালেও নিষেধাজ্ঞার মধ্যেই ২৬৬তম ঐতিহ্যবাহী হুমগুটি খেলা...

স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগে বাদীর স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিংগাইরে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের ঘটনায় অবশেষে থানায় চুরির মামলা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের কাজী গোলাম...

হাকালুকি হাওরে সরিষার বাম্পার ফলন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: এশিয়ার বৃহত্তম হাওড় মৌলভীবাজারের হাকালুকি পাড়ের পতিত অনাবাদি জমিতে সরিষার চাষাবাদ প্রতিনিয়ত বাড়ছে। এ বছর প্রাকৃতিক কোন দুর্যোগ না থাকায়...

কোটচাঁদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কওসার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও...

সিরাজগঞ্জে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা...