October 8, 2024 - 1:31 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতসাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ৩১৪ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ৩১৪ জনের বিরুদ্ধে মামলা

spot_img

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ৩১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) ফুলপুর থানায় আব্দুল কাদের নামে এক ব্যবসায়ী এই মামলা করেন।

মামলায় শরীফ আহমেদ ছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র শশধর সেনসহ ৬৪ জনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাত পরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, বাদী আবদুল কাদের ফুলপুর উপজেলার পাইস্কা গ্রামের মিরাজ আলীর ছেলে। তিনি একজন ব্যবসায়ী। গত ২০ জুলাই ফুলপুর-শেরপুর সড়কের আমুয়াকান্দা এলাকায় দুপুর ১টার দিকে শরীফ আহমেদ ও হাবিবুর রহমানের নির্দেশে অন্যান্য আসামিরা আব্দুল কাদেরকে ধাওয়া করে। তিনি স্থানীয় ইসলাম উদ্দিনের দোকানে আশ্রয় নিলে সেই দোকানের শাটার কুপিয়ে ভাঙচুর করে দোকানে প্রবেশ করে সাড়ে ৩ লাখ টাকার কাপড় ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। আসামিরা সাবেক এমপি ও সাবেক উপজেলার চেয়ারম্যানের নির্দেশে ফুলপুর এলাকায় নাশকতার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ