নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় আইপিএসের মেশিন সরাতে গিয়ে তারে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাকন কর্মকার (৩০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের হারাধন কর্মকারের ছেলে।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এরপর অতি বৃষ্টির কারণে নিহত কাকনের বসতঘরে পানি উঠে যায়। পানি উঠে যাওয়ায় বুধবার সন্ধ্যার দিকে আইপিএস মেশিন সরাতে গিয়ে অসাবধনা বসত আইপিএসের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই কাকনের মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।