নিজস্ব প্রতিবদক: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১১-১২ সালে অন্যায়ভাবে চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বোর্ডবাজারস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠত হয়েছে।
তারেকুল ইসলাম ও ওয়াহিদ নান্নুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভপতিত্ব করেন চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক মো. নূরুল আমিন। সমাবেশে বক্তব্য দেন অফিসার্স এসাসিয়েশনের সভাপতি এনামুল করিম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ শিশিম, পারভেজ সাজ্জাদ, মোসলে উদ্দিন, রফিকুল ইসলাম, মিয়া আল হারুন, চাকরি রক্ষা কমিটির সদস্য সচিক মিয়া হোসেন রানা, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ খন্দকার, নাসির আহমেদ রুবেল, মো. আলমগীর প্রমুখ।
বক্তারা বলেন, ২০১১ সালে রাতের অন্ধকারে আদালতকে ব্যবহার করে গাজীপুরের একজন দুর্নীতিবাজ সাবেক মন্ত্রীর কারসাজিতে তৎকালিন প্রশাসন সম্পূর্ণ অন্যায়ভাবে ৯৮৮ জনন কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিচ্যুত করেছিলো। দীর্ঘ ১৩ বছর ধরে স্বৈরাচারি ফ্যাসিস্ট সরকারের আমনে অত্যন্ত মানবেতর জীবন পার করেছেন এই নির্যাতিত মানুষগুলো। আমরা তখনকার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছে বারবার স্মারকলিপি দিয়েও ন্যায়বিচার পাইনি, চাকরি ফিরে পাইনি।
বক্তারা বর্তমানে ছাত্র-গণ অভ্যুত্থানে প্রতিষ্ঠিত সরকারের কাছে ন্যায় বিচার চেয় বলেন, আমাদের সকল প্রকার প্রাপ্য সুবিধা ও পদোন্নতিসহ দীর্ঘদিনের বঞ্চিত মজলুম এই কর্মকর্ত-কর্মচারিদের চাকরি অবিলম্বে ফিরিয়ে দিয়ে জাতীয় বিশ্বিবিদ্যালয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।