কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৯ আগস্ট) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয় এ তথ্য।
ডিএমপির মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বলেন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরিফ খান জয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। ক্লাব ফুটবলে তিনি ঢাকা ক্লাব, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদে খেলেছেন। ২০১৪ সালে আওয়ামী লীগের টিকিটে নেত্রকোণা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন তিনি।