গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পারিবারিক কলহের জেরে লাকী নামে এক গৃহবধূকে কুঁপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী।
ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্বামী স্ত্রী দুজনেই রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। শুক্রবার (১৬ আগস্ট) ভোররাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে স্ত্রী ঘরের মেঝেতে পড়ে যায়। এসময় ঘাতক স্বামী এলোপাথরিভাবে কুঁপিয়ে তাকে হত্যা করে। পরে ঘাতক স্বামীর ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে স্ত্রী স্টোক করেছে বলে কান্নাকাটি করে থাকে। পরে লোকজন ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দেখে সন্দেহ হলে স্বামীকে আটক করে এলাকাবাসীর।
খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এসময় ঘাতক স্বামীকে গ্রেফতার করে পুলিশ।