গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মহানগরের সাইনবোর্ড এলাকার সীরক অ্যাপারেল কারখানার শ্রমিকরা। আজ সকাল থেকে শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবীতে প্রায় তিন ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে করে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা জানায়, তিন মাসের বেতন বকেয়া রেখে কয়েকদিন আগে করাখান বন্ধ করে দেয়। কয়েকদিন যাবত কারখানার সামনে আন্দোলন করলেও কর্তৃপক্ষের কোন সারা না পেয়ে আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও শিল্প পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। প্রায় তিন ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল শুরু হয়।