স্পোর্টস ডেস্ক ; আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর মধ্যেই ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে উন্মাদনা।
এবার নতুন অধিনায়কের নেতৃত্বে পুরোনো স্বপ্ন নতুন মোড়কে মুড়িয়ে ওয়ানডে বিশ্বকাপে খেলতে গিয়েছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের সেরা সেরা চারে থাকতে পারলে তবেই লাল-সবুজের প্রতিনিধিদের টিকিট মিলবে সেমিফাইনালের।
বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
চলুন একনজরে দেখে আসি কবে, কখন কোন দলের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী-
আরও পড়ুন:
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম
বিশ্বকাপে স্পটলাইটে থাকবেন যে পাঁচ ক্রিকেটার