October 7, 2024 - 4:20 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলা'আন্দোলনের পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশাআল্লাহ'

‘আন্দোলনের পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশাআল্লাহ’

spot_img

স্পোর্টস ডেস্ক : সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে উত্তাল এখন পুরো দেশ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে সংঘর্ষ, হত্যা, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা করেন বিভিন্ন পেশার মানুষ। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরাও। এবার ছাত্রদের পক্ষ নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা মোহাম্মদ আশরাফুল।

শনিবার (৩ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে ছাত্রদের পক্ষে অবস্থান নেন আশরাফুল। তিনি চান দেশের সকল বিরাজমান সংকট দূর হউক।

আশরাফুল লেখেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আজ আপনি যতবড় ক্রিকেটার বা স্টারই হোন না কেন, আপনার দেশ, দেশের শিক্ষার্থী তথা তরুণ সমাজ সর্বোপরি দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আপনার অহংকার আর তাদের সাপোর্ট ও ভালোবাসাই আজ আপনি তারকা, মহাতারকা। অনেককেই দেখলাম শিক্ষার্থীদের হতাহতে, গ্রেপ্তারে ও মৃত্যুতে সহানুভূতি, সমবেদনা জানিয়ে পাশে থাকার ডিরেক্ট/ইনডিরেক্ট পোস্ট দিয়েছেন আমাদের ক্রিকেটাঙ্গন থেকে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও লেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বড়বড় তারকারা যারা এখনো আপনাদের সাথে যুক্ত হন নাই তারা হয়তো বিশেষ অসুবিধার মধ্যেই আছেন। হয়তোবা যোগ দিবেন অতি দ্রুতই আপনাদের সাথে, আপনাদের নৈতিক আন্দোলনের সাথে। আমার ব্যক্তিগত অবস্থান, বৈষম্যবিরোধী ন্যায়ভিত্তিক চলমান ছাত্র আন্দোলনের (পরিস্কারভাবেই) পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশাআল্লাহ। আমি চাই, শুধু কোটার বৈষম্য নয় বরং দেশে বিরাজমান সকল সংকট ও বৈষম্যে মুক্তি পাক।

নিজের সেই পোস্টে আশরাফুল আরও যোগ করেন, আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত ভাইদের প্রতি অনুরোধ নিরীহ কারো উপর অধিক বলপ্রয়োগ করবেন না। কারণ, আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনারই ছেলে-মেয়ে, ভাই-বোন, বা আপনার মতই অন্য কারো স্বজন। নিরপেক্ষ তদন্তের অধীনে যে বা যারাই খুন, হত্যাযজ্ঞ ও স্থাপনা ধ্বংসে নিয়োজিত ছিল তাদের সঠিক ও দ্রুতসময়েই দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হউক।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ