মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ তুহিন হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (৩১ জুলাই) ভোরে সীমান্তের পুটখালী ইছামতি নদীর তীরবর্তী আমবাগান থেকে এ ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক তুহিন বেনাপোল পোর্ট থানার পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের সামসুজ্জামানের ছেলে র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুটখালী গ্রামের আজগর আলীর আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল মজুদ করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তুহিননকে আটক করে। তার স্বীকারোক্তিতে দুটি জালি বস্তায় বিশেষ ভাবে রাখা ৩৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটক তুহিন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।