March 22, 2025 - 5:01 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিক্যাসপারস্কিকে লিডার হিসেবে স্বীকৃতি দিলো কোয়াড্র্যান্ট নলেজ সল্যুশনস

ক্যাসপারস্কিকে লিডার হিসেবে স্বীকৃতি দিলো কোয়াড্র্যান্ট নলেজ সল্যুশনস

spot_img

কর্পোরেট ডেস্ক: ২০২৪ সালে কোয়াড্র্যান্ট নলেজ সল্যুশনস-এর, স্পার্ক ম্যাট্রিক্স: ডিজিটাল থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট থেকে ক্যাসপারস্কিকে ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো ‘লিডার’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এই স্বীকৃতিটির মাধ্যমে আরো একবার প্রমাণিত হয় যে, উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সেবার মানের দিক দিয়ে, ক্যাসপারস্কিই সবার চেয়ে এগিয়ে রয়েছে।

এক্সডিআর এবং এসওসি-এর মর্ডানাইজেশন রিপোর্ট অনুসারে, ২৪% কোম্পানি বলেছে, যখনই তাদের সামনে কোনো সাইবার থ্রেট আসে, তারা তার বিরুদ্ধে দ্রুত কোনো ব্যবস্থা নিতে পারে না। এই সমস্যাটার মূল কারণ হচ্ছে, একটি সঠিক “অ্যাডভান্সড থ্রেট ইন্টেলিজেন্স”-এর অভাব। “অ্যাডভান্সড থ্রেট ইন্টেলিজেন্স” যেকোনো কোম্পানিকে তাদের সাইবার রিস্ক সম্পর্কে সবধরনের গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়ে, সাইবার রিস্কটি রোধে দরকারি পদক্ষেপ নিতে সাহায্য করে থাকে। এই অভাব পূরণের জন্য, যেকোনো কোম্পানির সবার প্রথমে একটি বিশ্বস্ত সাইবার সিকিউরিটি সেবা প্রদানকারী সংস্থার সাহায্য নিতে হবে।

কোয়াড্র্যান্ট নলেজ সল্যুশনস-এর স্পার্ক ম্যাট্রিক্স, “ডিজিটাল থ্রেট ইন্টেলিজেন্স” নিয়ে বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করে থাকে। এই বিশ্লেষণের মাঝে থাকে – বাজারের গতিশীলতা, গুরুত্বপূর্ণ সব ট্রেন্ড, সেবা প্রদানকারী সংস্থার বিবরণ, এবং প্রতিযোগিতামূলক বাজারে তাদের অবস্থান। এটি যেকোনো কোম্পানিকে সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা এবং বাজারে তাদের অবস্থান নিয়ে গভীরভাবে বুঝতে সহায়তা করে।

পরপর দুই বছর, কোয়াড্র্যান্ট নলেজ সল্যুশনস ক্যাসপারস্কিকে উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সেবা – এই দুটি ক্ষেত্রে উচ্চ রেটিং প্রদান করেছে। এখানে একটি বিষয় জোর দেয়া হয়েছে যে – ক্যাসপারস্কি যেকোনো কোম্পানির সিকিউরিটি টিমকে তার সাইবার থ্রেট নিয়ে নিখুঁতভাবে বিশ্লেষণ প্রদান করে যা তাদের থ্রেটটি শনাক্ত করতে, এবং এর বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা গ্রহণ করে সাহায্য করে।

ক্যাসপারস্কির থ্রেট রিসার্চ-এর প্রধান, আলেকজান্ডার লিস্কিন বলেন, “ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স সবসময়ই বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণী সংস্থা থেকে স্বীকৃতই পেয়ে আসছে। কোয়াড্র্যান্ট নলেজ সল্যুশনস থেকে উচ্চ রেটিং পেয়ে আমরা খুবই গর্বিত। আমাদের রিসার্চ টিম সারাবিশ্বের সমগ্র ডেটা নিয়ে কাজ করে, এবং তার সাথে আমরা আমাদের বাহ্যিক হুমকি শনাক্ত করার সক্ষমতা বাড়ানোর জন্য অবিরাম প্রচেষ্টা করে যাচ্ছি। এই প্রচেষ্টার কারণে আমরা আমাদের গ্রাহকদের সাইবার থ্রেট নিয়ে সবচেয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করতে পারছি, যার দ্বারা তাদের ব্যবসার মূল্যবান সম্পদ রক্ষা পাচ্ছে। ২৬ বছরেরও বেশি সময় ধরে, ক্যাসপারস্কি সারাবিশ্বের গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করে যাচ্ছে এবং একটি নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে আমরা এই ধারা অব্যাহত রাখব।“

কোয়াড্র্যান্ট নলেজ সল্যুশনস-এর বিশ্লেষক রিয়া তোমার বলেন, “সমসাময়িক সব সাইবার সিকিউরিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাঝে যাদের পোর্টফলিও সবচেয়ে ভালো, তাদের মাঝে ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স অন্যতম। এই পোর্টফলিও-এর মাঝে আছে, ক্যাসপারস্কি-এর থ্রেট ইন্টেলিজেন্স পোর্টাল, টিআই প্ল্যাটফর্ম, এবং অন্যান্য সেবার মাধ্যমে প্রদানকৃত ডেটা ফিডস, টিআই রিপোর্ট (এপিটি, ক্রাইমওয়্যার, এবং আইসিএস), থ্রেট অ্যানালাইসিস, এবং ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স। ক্যাসপারস্কি-এর বৈশ্বিক উপস্থিতি, বিশেষ করে যেসব দেশ থেকে বেশিরভাগ সাইবার অ্যাটাক শুরু হয়, সেসব দেশে তাদের উপস্থিতির কারণে, তারা নির্ভুলভাবে সব তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে পারে। পরবর্তিকে এই তথ্যের ভিত্তিতে তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে সফলভাবে তারা কী কী সাইবার থ্রেটের ঝুঁকিতে আছে তা বিস্তারিতভাবে জানাতে পারে। আজব্দি ক্যাসপারস্কির রিসার্চ টিম সফলভাবে নতুন সাইবার হুমকিকে শনাক্ত করে আসছে। তারা একের পর এক জনসাধারণের প্রবেশাধিকার নেই এমন ডার্ক ফোরাম শনাক্ত এবং পর্যবেক্ষন করেই যাচ্ছে। এই সক্ষমতা তাদের গ্রাহককে আগেই সম্ভাব্য সাইবার থ্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সহায়তা করছে, যা তাদের সামগ্রিক সাইবার সিকিউরিটিকে আরো শক্তিশালী করছে।“

ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স পোর্টফলিও একটির কোম্পানির সাইবার সিকিউরিটির সামগ্রিক চিত্র তুলে ধরে। এর মাঝে থাকে – থ্রেট ডেটা ফিডস, থ্রেট লুকআপ, ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেজিলেন্স, থ্রেট অ্যানালাইসিস (স্যান্ডবক্স, অ্যাট্রিবিউশন, সিমিলারিটি), এবং থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টিং। ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স নিয়ে আরো জানতে ভিজিট করুন ক্যাসপারস্কি ওয়েবসাইট।

২০১৭ সাল থেকে, ক্যাসপারস্কি-এর গ্লোবাল রিসার্চ অ্যান্ড আনালাইসিস টিম ৭০টিরও বেশি অত্যাধুনিক সাইবার হামলাকে শনাক্ত এবং ধ্বংস করেছে। আজব্দি এই ধারা অব্যাহত রয়েছে। বিনামূল্যে একে পরীক্ষা করে দেখতে চাইলে ভিজিট করুন ক্যাসপারস্কির ওয়েবসাইটে।

স্পার্ক ম্যাট্রিক্স: ডিজিটাল থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট-এর পুরো রেজাল্টটি তাদের রিপোর্টে পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সিংগাইরে প্রতিপক্ষের হামলার ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের শাস্তির দাবীতে মানববন্ধন

সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা -চন্দনপুর গ্রামে লেভেল ফ্যাক্টরি ব্লাজন ট্টিমস এন্ড প্যাকেজিং লিমিটেডের নির্মাণ কাজ পাওয়া ও আধিপত্য বিস্তারকে...

সিগারেটের সর্বনিম্ন খূচরা মূল্য ৯ টাকা করার দাবি তরুণদের­

নিজস্ব প্রতিবেদক: শিশু-কিশোর ও তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি শলাকার সিগারেটের সর্বনিম্ন খূচরা মূল্য...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৯২তম সভা বুধবার (১৯ মার্চ) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের...

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ২৪তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ২৪তম সভা বৃহস্পতিবার (২০ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন...

মৌলভীবাজারে রঙের তৈরি জিলাপিতে বিপজ্জনক বিষাক্ত হাইড্রোজ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য সকলের অধিকার নিশ্চিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান। কিন্তু সাধারণ মানুষের নৈতিক অধিকার থেকে কিছু...

গফরগাঁওয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে হায়াতুল ইসলাম(২৬) নামে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল...

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।...

ধানমন্ডি ৩২-এ ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যা বললেন ন্যান্সি

বিনোদন ডেস্ক: গত ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বর্তমানে বাড়িটি...