গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত বাধা বেধে নগদ টাকা বিপুল পরিমান মালামাল লুট করেছে একটি ডাকাত দল। গত রোববার রাতে কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার গ্লোব কেবলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার নির্বাহী পরিচালক জাকির হোসেন জানান, গত রাত সাড়ে নয়টার দিকে ৪০/৫০ জনের একদল ডাকাত কারখানায় প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার নিরাপত্তা কর্মীদের হাত-বা বেধে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। পরে তাদের কাছ থেকে পরে বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে নগদ টাকা ও বিপুল পরিচারনা মালামাল নিয়ে একটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।
লুটকৃত মালামালের আনুমানিক মুল্য ২৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। নিরাপত্তার কর্মীরা বাধা দিতে গেলে একজনকে ছুড়িকাঘাত করে ডাকাত দলের সদস্যরা। তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে বলে জানিয়েছেন, সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।