ঢাকা: ঢাকা দক্ষিনের আওতাধীন এলাকায় প্রথম বিবাহ বা স্ত্রী-স্বামীর মৃত্যুর পর বিবাহের ক্ষেত্রে ১০০ টাকা হারে কর নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একই সঙ্গে করের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাটও যুক্ত হচ্ছে।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে ডিএসসিসির আওতাধীন এলাকায় বিবাহের ক্ষেত্রে এই করের বিষয়টি জানানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের গবেষণা কর্মকর্তা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইন ও বিচার বিভাগের আওতাভুক্ত ডিএসসিসির সব ওয়ার্ডে মুসলিম নিকাহ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধক, খ্রিস্টান ম্যারিজ রেজিস্ট্রার, স্পেশাল ম্যারিজ রেজিস্ট্রারের নিকট বিবাহের ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত রশিদ গ্রহণের মাধ্যমে এই কর ও ভ্যাট বাবদ ১১৫ টাকা পরিশোধ করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটে কর্পোরেশনের রাজস্ব বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ বিষয়টি গত জুলাই মাস থেকে কার্যকর করা হয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ