মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা এক কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে। বিল্লাল শার্শা উপজেলার ধানতা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, শনিবার বিকেলে ৫ টার দিকে উপজেলার বালিদাহ পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে বিল্লালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।