December 11, 2025 - 5:18 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান। তিনি দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে।

নির্বাচন কর্তৃপক্ষের মুখপাত্র মোহসিন ইসলামি বলেছেন, ৩ কোটির বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৭০ লাখের বেশি ভোট। আর সাইদ জালিলি পেয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি ভোট। মোট ৪৯.৮ শতাংশ লোক ভোট দিয়েছে বলে তিনি জানিয়েছেন।

গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। এই প্রেক্ষিতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান।

প্রথম দফার ভোটে মাসুদ পেজেশকিয়ান ৪২ শতাংশ ভোট এবং জালিলি পেয়েছেন ৩৯ শতাংশ ভোট। প্রথম দফায় ৬ কোটি ১০ লাখ ভোটারের মধ্যে মাত্র ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছিল যা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর যে কোন প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে কম।

প্রথম দফায় পেজেশকিয়ান ও জালিলি ছাড়া আরও দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কট্টরপন্থী মোস্তফা পুরমোহাম্মদি। গালিবাফ ১৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। আর পুরমোহাম্মদি পেয়েছিলেন ১ শতাংশের কম ভোট।

মাসুদ পেজেশকিয়ানের বয়স ৬৯ বছর। তিনি হৃদ্রোগবিষয়ক সার্জন। ইরানের পার্লামেন্টে ২০০৮ সাল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাঁকে সমর্থন দিয়েছে। সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি।

অন্যদিকে ৫৮ বছর বয়সী জালিলি পশ্চিমাবিরোধী অবস্থানে অনড়। তিনি কট্টরপন্থী সমর্থকদের যথেষ্ট সমর্থন ধরে রেখেছেন। অন্য রক্ষণশীল নেতাদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন তিনি।

উল্লেখ্য, ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল। অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো। কিন্তু গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে পদটি শূন্য হয়। ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না।

সংবিধান অনুযায়ী, ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে পেজেশকিয়ান দেশটিতে দীর্ঘ দিনের ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল করার অঙ্গীকার করেছেন। তিনি নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিষয়টি দেখার জন্যে পুলিশের টহলেরও ঘোর বিরোধী। যা পুলিশি হেফাজতে ২০২২ সালে মাশা আমিনির মৃত্যুর পর থেকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ...

শেয়ার কিনবেন সালভো কেমিক্যালের এমডি

পুঁজিবাজার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: সালাম ওবায়দুল করিম শেয়ার ক্রয়ের ঘোষনা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ...

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার কারণ জানাল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: মাত্র দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে গৃহকর্মী আয়েশা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে...

জিএসপি ফাইন্যান্সের এজিএম স্থগিত

পুঁজিবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএসই সূত্রে...

শিগগিরই দেশে আসবেন তারেক রহমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান খুব...

পবিত্র রজব মাসের ফজিলত ও ইবাদত

হাফিজ মাছুম আহমদ দুধরচকী।। ‘রজব’ হলো আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহের মাস। রজব মাস বান্দার গুনাহ মাফের মাস। রজব মাসের সঙ্গে ইসলামের অতীত ইতিহাস, সংস্কৃতি...