December 17, 2025 - 4:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশরাস্তা বন্ধ করতে বানানো হয় ভুয়া কবর, ‍খুঁড়ে মিলল ইট

রাস্তা বন্ধ করতে বানানো হয় ভুয়া কবর, ‍খুঁড়ে মিলল ইট

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সকালে ঘুম থেকে উঠে রাস্তায় ওপর জোড়া কবর দেখতে পান এলাকাবাসী। ২০ বছরের পুরাতন রাস্তার ওপর রাতারাতি করা জোড়া কবর দেখে বিস্মিত হয়ে যান তাঁরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন জড়ো হতে থাকেন। সবাই একত্র হয়ে কবর দুটি খোঁড়ার সিদ্ধান্ত নেন। এরপর সেই ভুয়া জোড়া কবর থেকে পাওয়া যায় স্থানীয় হেরিবন্ড রাস্তার ইট। অভিযোগ উঠেছে, স্থানীয় এই রাস্তাটি বন্ধ করতে রাতারাতি সেটির ওপর ভুয়া কবর বানিয়েছেন ওই এলাকার হাবিবুর রহমান।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া সর্দার পাড়া গ্রামে গত বুধরার এমন ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, পুরোনো এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার জন্য সেটির ওপর ভুয়া জোড়া কবর তৈরি করা হয়েছিল। এলাকাবাসীর যাতায়াতের জন্য প্রায় ২০ বছর আগে মাইজবাড়ী ইউনিয়নের কুনকুনিয়া সর্দারপাড়ার রশিদের বাড়ি হেরিবন্ড রাস্তা থেকে কিয়ামুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তাটি তৈরি করা হয়। পরে ভুয়া কবর দুটি খুঁড়ে রাস্তার ইট পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, রশিদের বাড়ির হেরিবন্ড রাস্তার মাথায় দুটি কৃত্রিম কবর তৈরি করে পুরোনো এ রাস্তাটি বন্ধ করে দিয়েছেন স্থানীয় মৃত আজগর আলীর ছেলে হাবিবুর রহমান।

ওই এলাকার একাধিক ভুক্তভোগী জানান, গ্রামের একটি খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে হাবিবুরের বিবাদ চলছে। এই বিবাদের জের ধরেই তিনি গ্রামবাসীর রাস্তা বন্ধ করতে চান। কোনোভাবে রাস্তা বন্ধ করতে না পার হাবিবুর রহমান এবং তাঁর ছেলে আব্দুর রাজ্জাক স্থানীয়দের যাতায়াতের ওই রাস্তাটির মাথায় দুটি ভুয়া কবর তৈরি করে বন্ধ করে দেন। ওখানে কোন প্রকার কবর ছিল না। অন্য জায়গা থেকে মাটি এনে রাস্তাটি বন্ধ করার জন্য ভুয়া কবর দুটি বানানো হয়।

ভুক্তভোগীরা আরও জানান, যদি এ রাস্তাটি বন্ধ হয়ে যায়, তাহলে গ্রামের প্রায় এক শ পরিবারের লোকজনের যাতায়াতের ব্যাপক সমস্যা হবে। তাই গ্রামবাসী রাস্তাটি সচল রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন,কবরের জায়গা একটু এদিক সেদিক হতে পারে, তবে রাস্তাটি পুরোনো না, নতুন হয়েছে।’

এ বিষয়ে স্থানী ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘কৃত্রিম কবর তৈরি করে রাস্তা বন্ধের বিষয়টি শুনে আমি ও ইউপি চেয়ারম্যান সরেজমিনে সেখানে যাই। রাস্তাটি লোকজনের চলাফেরার জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়ার পরেও তারা রাস্তাটি উন্মুক্ত করে দেয়নি। তবে রাস্তা বন্ধ করতে এই প্রক্রিয়াটি নিন্দনীয়। দ্রুত এই রাস্তা উন্মুক্ত করে দেওয়া হবে।’

মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শওকত হোসেন বলেন,ঘটনাটি আমি শুনেছি। হাবিবুরকে একটি নোটিশের মাধ্যমে রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী করে দেওয়ার নির্দেশ দিয়েছি। কিন্তু এখনও তিনি রাস্তাটি চলাচলের উপযোগী করে দেননি।’

কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি’) আব্দুল মজিদ বলেন, রাস্তা বন্ধের বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...