সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: দৈনিক সমকাল মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন এর বাবা বীর মুক্তিযোদ্ধা মো.কফিল উদ্দিন সোমবার রাত পৌনে ৮টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার বাড়ি সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লায়।
তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২ জুলাই) বেলা সোয়া ১১ টায় ঘোনাপাড়া কেন্দ্রীয় ঈদগাহে মাঠে রাষ্টীয় মর্যাদা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে হঠাৎ করে শ্বয়ন কক্ষের খাট থেকে নিচে পরে মাথায় আঘাত প্রাপ্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা মো: কফিল উদ্দিনের মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর প্রকাশ করেছেন।