তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অবৈধভাবে বালু উত্তোলনকারী ট্রাক চাপায় বৃদ্ধা নারী ও শিশু মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী রাস্তা অবরোধ রেখে আন্দোলন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোমবার (১ জুলাই) রাত ৯ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের (পাত্রীকুল) এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুটি ট্রাক আটক করেছে পুলিশ।
নিহত বৃদ্ধা নারী উপজেলার পশ্চিম পাত্রীকুল এলাকার স্বামী পরিত্যক্তা মৃত কলিম উল্লার মেয়ে পিয়ারা বেগম (৫৫) ও পিয়ারা বেগমের বোনের মেয়ে একই ইউনিয়নের আলিশারকুল এলাকার মৃত দুদু মিয়ার শিশু মেয়ে সাদিয়া আক্তার (৮)।
উপস্থিত সাধারণ জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং উপস্থিত জনগণের সাথে কথা বলে জানান, চাপা দেয়া গাড়ি অবৈধ বালু ব্যবসায়ীদের একজন দুদু নামক ব্যক্তি ও চালক আসলম এর ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব ঘটনাস্থলে পৌঁছলে ঐ পরিস্থিতিতে জনতার রোষানলে পড়েন। পরে স্থানীয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় সহ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও ইউপি সদস্য ছায়েদ মিয়া,থানার কর্মকর্তা (ওসি) অপারেশন তাপস দাশ ও (ওসি) তদন্ত মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব উপস্থিত সাধারণ মানুষদের আস্বস্ত করেন যে আগামী ৫ দিনের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন এই এলাকায় আর কোন অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা ঘটবে না আপনাদের আজকের সবর জোড়ালো ভূমিকা যেন প্রশাসনের পাশাপাশি সকলকে পাশে থেকে সচেতন হয়ে প্রতিহত করতে হবে। পলাতক গাড়ি চালককে অবশ্যই থানা পুলিশ আইনের আওতায় আনা হবে বলে জানান।