শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে । এদিন সর্বোচ্চ দর কমেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা বা ৬.০৬ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ারদর কমেছে ৫.৪২ শতাংশ। আর ৩.৩৮ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্সুরেন্স।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন, খুলনা প্রিন্টিং, এমারেল্ড অয়েল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ