গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর দেশের ৫০০ তম ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করা হয়েছে। সকালে (২৭ সেপ্টেম্বর) মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এম পি এই ফায়ার সার্ভিস স্টেশনটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন,জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম,ফায়ার সার্ভিসের গাজীপুর জেলা প্রধান আবদুল্লাহ আ আরিফিন সিদ্দিকী। সিনিয়ার স্টেশন অফিসার মোঃ তাশারফ হোসেন।
এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন , সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সরকারের গণপূর্ত বিভাগ ৯৬৩.৭৭ লক্ষ টাকা ব্যায়ে এ ফারার সার্ভিস স্টেশনটি নির্মাণ করেছে।
কর্পোরেট সংবাদ/এএইচ