নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি ২০২১ সালের স্থগিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি উচ্চ আদালত থেকে এজিএমের আদেশ পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির ২৬তম এজিএম আগামী ১৫ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৯ আগস্ট কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার তথ্য জানিয়েছিল।