নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দেশের অন্যতম শীর্ষ ব্রোকারজে প্রতিষ্ঠান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রহমত পাশা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) নিকুঞ্জস্থ ডিএসই ‘র( প্রধান কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মোহাম্মদ রহমত পাশা।
এসময়ে পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রতিক পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।