নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধি দল।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ডিএসই ‘র অফিস নিকুঞ্জ ভবনে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধি দল নবনিযুক্ত এমডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জাহিদুল ইসলাম, এফসিএমএ, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এফএভিপি ও কোম্পানি সেক্রেটারি মোঃ রিফাত হোসেন ও ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নিকুঞ্জ এক্সটেনশনের ব্যবস্থাপক মোরশেদুল আলম।