October 24, 2024 - 9:17 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারবড় পতনে পুঁজিবাজার !

বড় পতনে পুঁজিবাজার !

spot_img

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ সেপ্টেম্বর) বড় দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনের প্রথম দেড় ঘণ্টা সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হলেও বাকি তিন ঘণ্টা লেনদেন হয়েছে শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে। এ জন্য বাজারে বড় দরপতন হয়েছে।

বিমা, বস্ত্র এবং প্রকৌশল খাতসহ সব কয়টি খাতের শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮ দশমিক ৮১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।ডিএসইর দেওয়া তথ্য মতে, রোববার বাজারে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির শেয়ারের দাম। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০ পয়েন্টে।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৯ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

এদিন ৩২০টি কোম্পানির ৯ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৮০৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৫০০ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল ইউনিয়ন ইনস্যুরেন্সের শেয়ার। এরপরের তালিকায় ছিল, বিডি কম, খান ব্রাদার্স পিপি ব্যাগ, জেমিনি সি ফুড, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, মিরকাল ইন্ডাস্ট্রিজ, রিপাবলিক ইনস্যুরেন্স এবং ক্রিস্টাল ইনস্যুরেন্স লিমিটেড।

আরেক পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক ৬৮ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৫ পয়েন্টে। সিএসইতে ১৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।

দিন শেষে সিএসইতে ৮ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৮২২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার ৭৮৫ টাকার শেয়ার।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...