January 16, 2026 - 7:09 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যজুলাই মাসে এটিএম বুথের লেনদেন কমেছে ৯২৪৭ কোটি টাকা

জুলাই মাসে এটিএম বুথের লেনদেন কমেছে ৯২৪৭ কোটি টাকা

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : এটিএম বুথের ব্যবহার দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। প্রতি মাসে গড়ে ৩০ হাজার কোটি টাকার বেশি উত্তোলন হতো এটিএম বুথ থেকে। তবে হঠাৎ করে গত জুলাই মাসে এটিএম বুথের লেনদেনে চরম ভাটা পড়েছে। জুন মাসের চেয়ে জুলাইয়ে লেনদেন কমেছে ৯ হাজার ২৪৭ কোটি টাকা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন এমন তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে এটিএম বুথ থেকে উত্তোলন করা হয় ৩৩ হাজার ৮৭৭ কোটি টাকা। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে উত্তোলন করা হয় ২৪ হাজার ৬৩০ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৯ হাজার ২৪৭ কোটি টাকা। এছাড়া জুন পর্যন্ত এক বছরে এটিএম থেকে উত্তোলন হয়েছিলো ৩ লাখ ৬২ হাজার ৬০ কোটি টাকা।

ব্যাংক কর্মকর্তারা জানান, প্রযুক্তির উৎকর্ষতায় মানুষের জীবনযাত্রা আগের চেয়ে সহজ হয়েছে। এটিএম বুথ থেকে মানুষ সহজে টাকা উঠাতে পারছেন। এছাড়া সিআরএম বুথে মানুষ এখন টাকা জমা ও উত্তোলন দুই-ই করতে পারছে। এতে সময় বেঁচে যাচ্ছে। ব্যাংকের কাজও কমছে। তাঁদের জনবল নিয়োগের খরচও কমছে। তবে দেশে মূল্যস্ফীতির উর্ধ্বগতি ও কিছুটা আর্থিক অস্থিরতা চলছে। এসবের প্রভাব জুলাইয়ের লেনদেনে পড়তে পারে বলে মনে করছেন তারা।

একইভাবে জুলাইয়ে পয়েন্ট অব সেলসে (পিওএস) লেনদেনের পরিমাণ কমেছে ৪৭ কোটি টাকা। পিওএসের মাধ্যমে লেনদেন হয়েছিলো ২ হাজার ৯২৪ কোটি ৯০ লাখ টাকা। জুলাইয়ে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৮ কোটি টাকায়।

একইভাবে মেশিনে টাকা জমা দেওয়ার (সিআরএম) পরিমাণও বেশ কমেছে। সিআরএম মেশিনে জুলাইয়ে টাকা জমা দেওয়া হয়েছে ৮ হাজার ৭৩৫ কোটি টাকা। এর আগের মাসে যার পরিমাণ ছিলো ১০ হাজার ৩৯৯ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে এই মাধ্যমে টাকা জমার পরিমাণ কমেছে ১ হাজার ৬৬৪ কোটি টাকা।

তবে এই সময়ে ঘরে বসে কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ই-কমার্স লেনদেনের পরিমাণ বেড়েছে। জুনে ই-কমার্সে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৯২ কোটি টাকা। জুলাইয়ে লেনদেন বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪২৭ কোটি টাকায়। এই সময়ের মধ্যে লেনদেন বেড়েছে ৩৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছর শেষে দেশে ছড়িয়ে–ছিটিয়ে থাকা এটিএম সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৫টি। জুলাইয়ে এটিএমে মোট ২ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৫৯৫টি লেনদেন হয়েছিলো। এছাড়া ১ লাখ ৬ হাজার ৮৩২টি পয়েন্ট অব সেলসে ৫৫ লাখ ৫৭ হাজার ৯১৮টি লেনদেন, ৩ হাজার ৫১৭টি সিআরএমে ৭ লাখ ২৩ হাজার ২৫৫টি লেনদেন হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...