নিজস্ব প্রতিবেদক: খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে আজ রোববার (২৫ ডিসেম্বর) বন্ধ থাকবে শেয়ারবাজার। এদিন পুঁজিবাজারের লেনদেন ও সব কার্যক্রমই বন্ধ থাকবে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারি ছুটি উপলক্ষে রোববার শেয়ারবাজার বন্ধ থাকবে। তবে তার পরদিন সোমবার সকালে যথারীতি সময় লেনদেন শুরু হবে।
একই তথ্য জানিয়েছেন দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।
গোলাম ফারুক বলেন, সোমবার সকাল দশটা থেকে লেনদেন শুরু হবে, লেনদেন শেষ হবে দুপুর ২টা ৪০ মিনিটে। এর মধ্যে সর্বশেষ ১০ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশনের।
আরো পড়ুন……..