January 15, 2025 - 4:17 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশইবিতে ৬টি ব্যাচের একটি ক্লাসরুম, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

ইবিতে ৬টি ব্যাচের একটি ক্লাসরুম, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

spot_img

ইবি প্রতিনিধি:  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ৬ টি ব্যাচের জন্য মাত্র একটি ক্লাসরুম বরাদ্দ রয়েছে। ক্লাসরুম সংকটের কারণে নিয়মিত ক্লাস নিতে পারছেন না বিভাগের শিক্ষকরাও। এতে ভোগান্তিতে পড়ছেন বিভাগের ৬ ব্যাচের প্রায় ৪৫০জন শিক্ষার্থী।

বিভাগ সূত্রে জানা যায়, রবীন্দ্র-নজরুল কলা ভবনের মাত্র একটি কক্ষ বরাদ্দ রয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ক্লাস-পরীক্ষার জন্য। মাত্র একটি ক্লাসরুমে চলছে ৬টি ব্যাচের ক্লাস-পরীক্ষা। এছাড়া একটি সভাপতির রুম ও একটি উপ-রেজিস্ট্রারের কক্ষ রয়েছে এই বিভাগে। ক্লাসরুম সংকট নিরসনে বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু ২ বার, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন ১ বার ও বর্তমান সভাপতি সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদ ২ বার প্রশাসন বরাবর আবেদন করলেও প্রশাসন থেকে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা যায়।

বিভাগের শিক্ষক সূত্রে জানা যায়, ক্লাসরুম সংকটে শিক্ষকরা সকল ব্যাচের নিয়মিত ক্লাস পরীক্ষা নিতে পারছেন না। রুটিন মেনে ক্লাস নিতে পারছেন না বিভাগের শিক্ষকরা। এছাড়া ক্লাসের জন্য শিক্ষকদের দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। 

বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি ক্লাসরুম বরাদ্দ থাকায় নিয়মিত ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। রুটিন অনুসারে সময় মতো ক্লাস না হওয়ায় সিলেবাস শেষ হতে বিলম্ব হচ্ছে। এছাড়া এক ব্যাচের ক্লাস শেষ হতে না হতেই অন্য ব্যাচের এর শিক্ষার্থীরা একই ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে থাকে। এতে মনোসংযোগে যেমন ব্যাঘাত ঘটে ক্লাসরুমে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের তেমনি অস্বস্থি বোধ করেন দরজায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরাও। কোনো ব্যাচের পরীক্ষা চললে সেদিন একটা বা দুইটার বেশি ক্লাস নেওয়াও সম্ভব হয় না। একই দিনে দু’টি ব্যাচের পরীক্ষা থাকলে সেদিন কার্যত কোন ক্লাসই হয় না। শিক্ষকরা বাধ্য হয়ে অন্যান্য বিভাগের ক্লাসরুম খালি থাকলে অনুরোধ করে ক্লাস নেন।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদ বলেন, ক্লাসরুম সংকট নিরসনে প্রশাসনের কাছে বিভাগের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছে, দেখা করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন সমাধান পাওয়া যায়নি। এতে বিভাগের শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া একটি ক্লাসরুম দিয়ে ৬ ব্যাচের পরীক্ষা-শ্রেণী কার্যক্রম পরিচালনা করা শিক্ষকদের জন্য কষ্টসাধ্য ও রীতিমত অসম্ভব হয়ে পড়েছে। তাও বিভাগের শিক্ষকদের প্রচেষ্টায় সেশনজট নিরসনের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। 

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, আমি জানি শিক্ষার্থীদের কষ্টের বিষয়টা। আমাদের কিছু কিছু বিল্ডিং সম্পূর্ণ হওয়ার পথে, খুব দ্রুত সময়ের মধ্যে বিভাগগুলোতে প্রায়োরিটি অনুসারে ক্লাসরুম প্রদান করা হবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হালনাগাদ ভূমি মন্ত্রণালয়ের সফটওয়্যার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ভূমি সেবা কার্যক্রম শতভাগ জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের...

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার...

পিএসএলে দল পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেন। পিএসএলে ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে তৃতীয় রাউন্ডে রিশাদকে দলে নেয় দু’বারের চ্যাম্পিয়ন লাহোর...

রাঙামাটিতে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’-র...

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক ও এসআই ক্লোজ

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি)...

চকরিয়ায় পিকআপের চাপায় রাজমিস্ত্রী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছয়কুড়িটিক্কা পাড়া এলাকায় বালুভর্তি পিকআপের চাপা পড়ে নুরুল আবছার (২৭) নামে এক...

বনের গাছ কেটে সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ফাহাদুল ইসলাম পাভেল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে বন বিভাগের গাছ কেটে সরকারি জায়গায় হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে।...

নিষেধাজ্ঞার মধ্যেই ফুলবাড়িয়ার ২৬৫ বছরের ঐতিহ্যবাহী ‘হুমগুটি’ খেলায় জনতার ঢল

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২৬৫ বছর যাবত চলতে থাকা ঐতিহ্যবাহী হুমগুটি খেলা বন্ধ ঘোষণা করে প্রশাসন তৎপরতা চালালেও নিষেধাজ্ঞার মধ্যেই ২৬৬তম ঐতিহ্যবাহী হুমগুটি খেলা...