শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে দশমিক ১ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। এর ফলে সোমবার পতনের পর মঙ্গলবার পুঁজিবাজারে উত্থান হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, বিমা খাতের ৫৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫ কোম্পানির শেয়ারর দাম।
ডিএসইর দেওয়া তথ্য মতে, মঙ্গলবার বাজারে লেনদেন হওয়া ৩১৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির। বিপরীতে কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির শেয়ারের দাম। তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।
এদিন ৩১৪টি কোম্পানির ১৪ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৯৭৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৮১১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৬১ লাখ ৭১ হাজার টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্রভাতী ইনস্যুরেন্সের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ইউনিক হোটেল শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। এরপরের তালিকায় ছিল, এশিয়া ইনস্যুরেন্স, জেমিনি সি ফুড, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, রূপালী লাইফ, ইস্টার্ন হাউজিং, রয়েল টিউলিপ সি পার্ল এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আরেক পুঁজিবাজার সিএসই প্রধান সূচক ১৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৩ পয়েন্টে।সিএসইতে ১৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির দাম।
দিন শেষে সিএসইতে ১১ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৯৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ৮ কোটি ১১ লাখ ২০ হাজার ৩৬৮ টাকার শেয়ার।
কর্পোরেট সংবাদ/এএইচ