শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গতকাল (১৭ সেপ্টেম্বর) যোগদান করেছেন ড. এটিএম তারিকুজ্জামান । যোগদানের পর তিনি অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের একটি সাক্ষাৎকারে জানান, গর্বের পুঁজিবাজার গড়তে রেফোরি ও কোচের ভুমিকা পালন করবেন তিনি । যারা দুষ্টু লোক, ভালো কাজ করতে চায় না, তাদের সতর্ক করবেন। প্রথমে হলুদ কার্ড দেবেন। তারপরও যদি সংশোধন না হন, একই কাজ করেন তাহলে লাল কার্ড দেবেন। অর্থাৎ তাকে বের করে (শাস্তি) দেওয়া হবে।
বর্তমান পুঁজিবাজারের বড় সমস্যার কথা উল্লেখ করে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘পুঁজিবাজারের করপোরেট গভর্ন্যান্স, মার্কেটে গভর্ন্যান্সের অভাব রয়েছে। এগুলো দূর করতে বিনিয়োগকারীদের সচেতন হওয়া খুবই প্রয়োজন। বিনিয়োগকারীর পাশাপাশি স্টেকহোল্ডার এবং যারা পুঁজিবাজার ইন্টার্মেডিয়ারিজ, যেমন- ব্রোকার, কোম্পানির কর্মকর্তা, ম্যানেজমেন্টে রয়েছে তাদেরও সচেতনতা বাড়াতে হবে। তাদের জন্য সচেতনতা বৃদ্ধির প্রোগ্রাম খুব বেশি করা হবে।’’
নতুন করে যেন কোন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্থ না হয় সেটি উল্লেখ করে তিনি বলেন, ‘‘ব্রোকার ডিলার কিংবা ট্রেডার এবং অপারেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিনিয়োগকারীরা যেন নিরাপদ জায়গা মনে করেন। তারা যেন মনে করেন, আমার টাকা আছে, টাকা থাকবে; শেয়ার আছে শেয়ার থাকবে। তার জন্য অবকাঠামোগত কিছু পরিবর্তন করতে হবে। আইটির উন্নতি করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠন করবেন, তার জন্য টেকনোলোজিক্যালি আমাদের স্মার্ট হতে হবে।
রেকর্ড কিপিং অনলাইন বেজড করতে অবকাঠামো উন্নয়ন করতে হবে। অত্যাধুনিক সেফ একটি সফটওয়্যার থাকবে। যেখানে কোনো নিরাপত্তার হুমকি থাকবে না। বিনিয়োগকারীরা নিজের বিও অ্যাকাউন্টে ঢুকে তাদের শেয়ার ও টাকা সব কিছু দেখতে পারবেন। সেখান থেকে নড়চড় হওয়ার সুযোগ নেই। একজন বিনিয়োগকারী অর্ডার দেওয়া কিংবা না বলা পর্যন্ত নড়চড় হয় না।’’
শেয়ার কারসাজি বন্ধেও নিজের পদক্ষেপের কথা জানান । তিনি বলেন “শেয়ার কারসাজি বন্ধে প্রাথমিক রেগুলেটর হিসেবে আমরা আমাদের কাজ করব। বাজারে যাতে কেউ প্রতারিত না হয়। সবাই যাতে ফেয়ারলি লেনদেন করতে পারে, সার্ভেইল্যান্স সফটওয়ারে দেখা হবে। কেউ যদি আনইউজুয়ালি, অস্বাভাবিক কোনো কিছু করে থাকে, তাহলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাকে আরও শক্তিশালী করা লাগবে। মার্কেট ম্যানুপুলেশন যাতে না হয় ডিএসই ও বিএসইসি মিলে নজরদারি বাড়াবে। ম্যানুপুলেশন বাজারের সুশাসন নষ্ট করে, সেই সুশাসন বাড়াতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘ডিএসইকে সারাবিশ্বের পুঁজিবাজারের গর্বের জায়গা নিয়ে যাব। বিশ্বের অন্যতম সম্পদ ও গর্বিত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। এটা শুধু দেশের সম্পদ হবে না; প্রত্যেকটা মানুষের সম্পদ হবে। এখানের একজন বিনিয়োগকারী ও ইন্টারমেডিট থেকে শুরু করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারাও উপকৃত হবেন।
সেই চ্যালেঞ্জ নিয়েই এসেছি, ভয় লাগছে, পারব না এই রকম কোনো শঙ্কা নেই। যত চ্যালেঞ্জ আসবে, সব চ্যালেঞ্জ বরফের মতো গলে যাবে। দুষ্টু লোকজন বিজয়ী হতে পারবে না। কারণ তারা দেখবে যে জিনিসটা তো ভালো। তাই তারা আসবে না। সব কিছু চলে গেলেও আমার হাত দিয়ে খারাপ কিছু হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেহেতু আমি খারাপ হব না। আমি সবাইকে ভালো করতে পারব।
দেশে-বিদেশে কাজ করেছি, কখনো হারিনি। আমার পলিসি হচ্ছে, আমি কোচ ও রেফারি হিসেবে কাজ করব। আমি প্রথম কোচ হিসেবে কাজ করব। সেখানে আমার কাজ হবে দেখার। ‘আই নো দ্য জব’(আমি কাজ সম্পর্কে জানি), আই উইল শো দ্য জব (আমার কাজ দেখাব), এবং আমি তাকে বলব এই কাজ করতে। তখন যারা খারাপ কাজ করবে তাদের সতর্কতার জন্য হলুদ কার্ড দেব। আমি চাই তারা সংশোধন হোক। যদি তারা এতে সংশোধন না হয়, তাহলে বলব, ‘দিস ইজ রেড কার্ড। ’’
ড. এটিএম তারিকুজ্জামান ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এমকম এবং সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি (ইউকে ক্যাম্পাস) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৭ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে উপ-পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সাল পর্যন্ত সরকারি এ চাকরির পাশাপাশি সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং এশিয়া-প্যাসিফিক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করেন। শিক্ষকতা শুরুর পর থেকে তার মাথায় আসে পড়া লেখার চিন্তা।
এরপর তিনি পরিবারসহ ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে মাস্টার অব ফিনান্সিয়াল প্ল্যানিং (এমএফপি) ও মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অধ্যয়নের জন্য স্কলারশিপ লাভ করেছিলেন।
পিএইচডি শেষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাশ ইউনিভাসির্টির মোনাশ বিজনেস স্কুল, আরএমআইটি ইউনিভার্সিটি এবং নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের স্কুল অব অ্যাকাউন্টিং অ্যান্ড কমার্শিয়াল ল’তে শিক্ষকতা করেন।
শিক্ষকতা শেষে তিনি আবারও বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে বিএসইতে কাজ শুরু করেন। গত ৮ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তারিকুজ্জামানকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অনুমোদন দেন। এরপর আজ রোববার (১৭ সেপ্টেম্বর) ডিএসইতে যোগদান করেন।
সংবাদ সূত্র: ঢাকা পোস্ট
কর্পোরেট সংবাদ/এএইচ