শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে গেলো সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ২১০ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৩২টি শেয়ার হাতবদল করেছে।
আরো পড়ুন: বিনিয়োগকারীদের আগ্রহের কারণ জানেনা ফু-ওয়াং ফুড
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২ লাখ ৯৮ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৮২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জেমিননি সী ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, ইস্টার্ণ ইন্স্যুরেন্স ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ