January 15, 2025 - 7:06 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যদেশে কমলেও বিদেশে বাড়ছে ক্রেডিট কার্ডে ডলারের ব্যবহার

দেশে কমলেও বিদেশে বাড়ছে ক্রেডিট কার্ডে ডলারের ব্যবহার

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমলেও একই সময়ে দেশের বাইরে এ কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ডলার ব্যবহার বেড়েছে।

ব্যাংকাররা জানিয়েছেন, সংকটসহ নানা কারণে নির্ধারিত মূল্যের চেয়ে খোলা বাজারে প্রতি ডলার ৪ থেকে ৫ টাকা বেশি গুণতে হচ্ছে গ্রাহককে। এখন কার্ডে প্রতি ডলারের মূল্য ১১২ টাকা ৫০ পয়সা। যেখানে ব্যাংকে প্রতি ডলার ১১৩ টাকা আর খোলাবাজারে ১১৭ থেকে ১১৮ টাকা। ডলারের দামের এ তারতম্যের কারণে বিদেশগামীদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলার নেওয়ার আগ্রহ বাড়ছে।সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে যারা বিদেশে পড়ালেখা-চিকিৎসা বা ভ্রমণের জন্য যাচ্ছেন, তারা নগদ ডলার না কিনে ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলার নেওয়ার দিকে ঝুঁকছেন। এ পদ্ধতি ঝামেলামুক্ত ও খরচ কম হওয়ায় বিদেশে ক্রেডিট কার্ডের লেনদেন বেড়েছে।

ক্রেডিট কার্ডে ডলার সীমা লঙ্ঘন, ২৭ ব্যাংককে ব্যাখার তলব

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের জুনের তুলনায় জুলাই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন দেশের ভেতরে প্রায় ৩ শতাংশ কমেছে। তবে, একই সময়ে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যা ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে দেশের ভেতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ হাজার ৩৪১ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের মাস জুনে এর পরিমাণ ছিল ২ হাজার ৪১৩ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশের ভেতর লেনদেনে কমেছে ৭২ কোটি টাকা বা ২ দশমিক ৯৬ শতাংশ।

অপরদিকে জুলাইতে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলার খরচ বেড়েছে। এ মাসে খরচ হয় ৫১১ কোটি টাকা। যা আগের মাসে ছিল ৩৮৮ কোটি টাকা। এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে ডলারের ব্যবহার বেড়েছে ১২৩ কোটি টাকা বা ৩১ দশমিক ৮১ শতাংশ।

চলতি বছরের জুনের তুলনায় জুলাই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন দেশের ভেতরে প্রায় ৩ শতাংশ কমেছে। তবে, একই সময়ে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যা ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে

ব্যবহারকারীরা জানান, ক্রেডিট কার্ড এখন বিলাসবহুল কোনো বিষয় নয়, প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। এই কার্ডে ব্যাংকের বুথ থেকে নগদ টাকা তোলার পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্যের কেনাকাটা ও সেবার মূল্য পরিশোধ করা যাচ্ছে। প্রয়োজনে সহজে মিলছে ঋণ। কেউ জানতেও পারছে না। সুদ ছাড়া টাকা শোধ দিতে ৪৫ দিন পর্যন্ত মিলছে সময়। মানুষের এখন তাৎক্ষণিক টাকার চাহিদা মেটাতে পারছে। শুধু দেশের ভেতরে নয়, বিদেশে গিয়েও এসব কার্ডে বিদেশি মুদ্রায় লেনদেন করার সুযোগ রয়েছে। ফলে মানুষের আগ্রহের পাশাপাশি কার্ডের প্রতি বাড়ছে নির্ভরশীলতা।

খোলা বাজারে ডলারের জন্য হাহাকার

এদিকে ক্রেডিট কার্ড সেবাকে জনপ্রিয় করে তুলতে নানা ছাড় ও সুযোগ-সুবিধা দিচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। প্রথম বছরে ফ্রি সেবা, নির্দিষ্টসংখ্যক লেনদেনে প্রতি বছর বাড়তি চার্জ মওকুফ, রিওয়ার্ড পয়েন্ট সুবিধা, বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনাকাটায় বিশেষ ছাড়, হোটেলে থাকা ও খাওয়াসহ নানা অফার। এর ফলে দেশে এখন ক্রেডিট কার্ডের গ্রাহক বেড়ে সাড়ে ২২ লাখ ছাড়িয়ে গেছে। মাসে দুই হাজার কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। যা মোট লেনদেনের ৩০ দশমিক ৮২ শতাংশ। এছাড়া ১৫ দশমিক ৬২ শতাংশ খুচরা আউটলেট পরিষেবায়, ওষুধ ও ফার্মেসিতে ১১ দশমিক ৯৩, পোশাক কেনাকাটায় ৯ দশমিক ৪৬, ট্রান্সপোর্টেশনে ৭ দশমিক ৮৪ এবং নগদ অর্থ উত্তোলনে ৭ দশমিক ৮৪ শতাংশ লেনদেন হয়েছে।

জুলাইতে দেশের বাইরে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডের ব্যবহার হয়েছে ভারতে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৮৬ কোটি ৬০ লাখ টাকা বা ১৬ দশমিক ৯২ শতাংশ। এরপর যুক্তরাষ্ট্রে ৭০ কোটি ৮০ লাখ টাকা বা ১৩ দশমিক ৮৩ শতাংশ, সৌদি আরবে ৫৮ কোটি ৫০ লাখ টাকা বা ১১ দশমিক ৪২ শতাংশ, থাইল্যান্ডে ৪৭ কোটি ২০ লাখ টাকা বা ৯ দশমিক ২২ শতাংশ, সিঙ্গাপুরে ৩৯ কোটি ৫০ লাখ টাকা বা ৭ দশমিক ৭১ শতাংশ। এছাড়া যুক্তরাজ্যে ৬ দশমিক ৯২, সংযুক্ত আরব আমিরাতে ৬ দশমিক ১১, কানাডায় ৫ দশমিক ৩১, মালয়েশিয়ায় ৪ দশমিক ৪৮, নেদারল্যান্ডসে ২ দশমিক ৩৫, আয়ারল্যান্ডে ২ দশমিক ৩৫, অস্ট্রেলিয়ায় ২ দশমিক ৩৩ শতাংশ এবং অন্যান্য দেশে ১১ দশমিক ৪৪ শতাংশ ব্যবহার হয়েছে।

বাংলাদেশ ব্যাংক | Bangladesh Bank News Update

এছাড়া বাংলাদেশে এসে বিদেশি নাগরিকরাও তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করছেন। তবে জুলাই মাসে দেশে বিদেশিদের এ পদ্ধতিতে লেনদেন কমেছে। ওই মাসে ১৯১ কোটি টাকা খরচ করেছেন তারা। আগের মাসে এর পরিমাণ ছিল ১৯৫ কোটি টাকা। এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৪ কোটি টাকা বা ২ দশমিক ১১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, জুলাইতে দেশে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। যা ২৪ দশমিক ৮৭ শতাংশ। এরপরেই রয়েছে যুক্তরাজ্যের নাগরিকরা, তাদের ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ, ভারতীয় ১০ দশমিক ১৪, জাপানিজ ৪ দশমিক ১৫, হংকংয়ের ৩ দশমিক ৬৫ এবং কানাডীয় ৩ দশমিক ৫৭ শতাংশ।

সূত্র: ঢাকা পোস্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন: আইন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার (১৫...

নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে...

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ‘উইনিং টুগেদার (একসাথে বিজয়লাভ)’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’। সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উদ্যোগে ১৪ জানুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত)...

বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে ইসলামী ব্যাংকের এটিএম-সিআরএম বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পল্টন শাখার অধীনে এটিএম-সিআরএম বুথ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স মার্কেটে উদ্বোধন করা হয়। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫)...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার...

দুদক সংস্কারে ৪৭ সুপারিশ কমিশনের

কর্পোরেট সংবাদ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও গতিশীল করার জন্য ৪৭টি সুপারিশ প্রস্তাব করেছে ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) বেলা...

ডিসেম্বরে মাসসেরা ক্রিকেটার বুমরাহ

স্পোর্টস ডেস্ক : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে ডিসেম্বরের সেরা হয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। সেরা হবার পথে দুই পেসার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট...