October 22, 2024 - 7:57 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনযে কারণে শুটিং ফেলে চলে গেলেন সায়ন্তিকা

যে কারণে শুটিং ফেলে চলে গেলেন সায়ন্তিকা

spot_img

বিনোদন ডেস্ক : জায়েদ খানের সঙ্গে ‘ছায়াবাজ’ ছবির শুটিং করতে এসেছিলেন কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জী। ১২ সেপ্টেম্বর পর্যন্ত শিডিউল দিলেও শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন এই নায়িকা। অভিযোগ এনেছেন, নৃত্যপরিচালক মাইকেল বাবু তার শরীরে অকারণে হাত দিয়েছেন!

তবে নৃত্যপরিচালক বলছেন, যে অভিযোগ সায়ন্তিকা তুলছেন সেটির শক্তিশালী ভিত্তি নেই। কারণ, শুটিংয়ে নাচ শেখাতে গেলে শরীরে হাত লাগাটাই স্বাভাবিক। আসলে সায়ন্তিকা চাচ্ছেন ইন্ডিয়াতে শুটিং করতে এবং ইন্ডিয়ান কোনো নৃত্যপরিচালক নিয়ে শুটিং করতে। তিনি এখানে শুটিং চান না।

মাইকেল বাবু বলেন, সাগড়পাড়ে দিনে শুটিং করার জন্য সেট বানাই। ২টা ১৫ মিনিটে লাঞ্চ ব্রেক দেয়া হয় এক ঘণ্টা। ড্রেস বদলে আসবে বলে ৬টায় পর সেটে আসেন নায়িকা। এরমধ্যে জোয়ার এসে সেই সেট ভেঙে যায়! তখন সূর্য প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। এসে রেডি হতে হতে সন্ধ্যা। তখন দিনের আলো কোথায় পাবো? ওদিকে প্রযোজক আমাকে প্রেসার দিয়ে বলে, এখানে শুটিং করতে এসেছি নাকি আড্ডা দিতে এসেছি?

তিনি বলেন, এর আগে নৃত্য পরিচালক কালু ভাই তাদের উপর রাগ করে শুটিং শেষ না করে চলে যায় আরেকটি গানের। সব রেডি থাকার পরেও নায়িকা দেরিতে আসায় শুটিং শুরু হতে বিলম্ব হয়। এই বিষয়টি প্রযোজককে জানাই। এরপর থেকেই নায়িকা আমার উপর অখুশি। কেন হাত ধরলাম এটা নিয়ে আপত্তি তুলেছে। বারবার শট এনজি হচ্ছিল বিধায় আমি দেখিয়ে দিতে গিয়েছিলাম কীভাবে নাচতে হবে। এখানে হাত স্পর্শ করার অভিযোগ হাস্যকর!

মাইকেল বাবু বলেন, মৌসুমী, পরীমনি, অপু বিশ্বাসরা আমার নির্দেশনায় নেচেছেন। তারা কোনোদিন এমন বাজে অভিযোগ তোলেননি। তিনি হাত ধরার যে অভিযোগ তুলছেন সেই ভিডিও আমার ক্যামেরায় আছে। আমি তাকে শিখিয়ে দিচ্ছিলাম। কিন্তু তিনি এভাবে অভিযোগ আনলেন কাম্য ছিল না। প্রযোজককে বলেছেন আমি থাকলে শুটিং করবেন না। অন্য শুটিং করতে রাজি আছে, কিন্তু আমি থাকলে গানের শুটিং করবেন না বলেছেন।

গত ৩০ আগস্ট ঢাকায় আসেন সায়ন্তিকা। সেদিন বিকেলেই নায়ক জায়েদ খানের সঙ্গে কক্সবাজারে যান তিনি। ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার। কিন্তু তিনি সেটা না করে ৭ সেপ্টেম্বর চলে যান। সূত্র বলছে, গান দিয়ে শুরু হয় শুটিং। নির্বিঘ্নেই শেষ হয় প্রথম গানের শুটিং। দ্বিতীয় গানের শুটিং চলাকালীন হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে।

তার দাবি, নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছেন। তাই পরিবর্তন করতে হবে নৃত্য পরিচালককে, অন্যথায় কাজ করবেন না তিনি।

প্রযোজক মনিরুল ইসলাম বললেন, মাইকেলের সঙ্গেই দুর্ব্যবহার করা হয়েছে। মাইকেল থাকলে তিনি কোনোভাবেই কাজ করবেন না জানিয়েছেন। বিষয়টি দুঃখজনক। মাইকেল অনুমতি নিয়েই নাচের মুদ্রাটা দেখিয়ে দিতে চেয়েছিলেন। এতে নৃত্য পরিচালকের কোনো দোষ আমি দেখি না। তাই সায়ন্তিকাকে জানালাম, মাইকেলের সঙ্গেই তাকে কাজ করতে হবে। না হলে কাজ করার প্রয়োজন নেই। পরদিন সকালে সায়ন্তিকা সেট ছেড়ে চলে যান।

এই ঘটনায় ‘ছায়াবাজ’ ছবির শুটিং শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শুটিং সংশ্লিষ্ট অনেকেই বলছেন, এই ছবি আর আলোর মুখ দেখবে না।

নৃত্যপরিচালক মাইকেল বাবু জানান, প্রযোজক পরিচালক দুজনেই নায়িকাকে বলেছে দিয়েছে আমাকে না নিয়ে তারা কাজ করবে না। কিন্তু নায়িকা কোনোভাবেই আমার সঙ্গে কাজ করতে চান না। সেদিক থেকে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতোমধ্যে সাতদিনে শুটিংয়ে ৩৫ লাখ টাকা খরচ হয়ে গেছে!

প্রসঙ্গত, জায়েদ-সায়ন্তিকার ‘ছায়াবাজ’ সিনেমাটি নির্মাণ করছেন তাজু কামরুল। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন কলকাতার এই নায়িকা। কিন্তু শুটিং সেটে নৃত্য পরিচালকের দ্বন্দ্বের জেরে খেপে কলকাতায় ফিরে গেছেন সায়ন্তিকা।

আরও পড়ুন:

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

মির্জাগঞ্জে মামলার ২ দিনেও গ্রেফতার হয়নি ভূমি তহসিলদার

পটুয়াখালী প্রতিনিধি।। সালিশ বৈঠকে মারধর করায় মির্জাগঞ্জ থানায় মামলা হয় ভূমি তহসিলদার মোঃ তারিকুল ইসলাম তারেক মুন্সি (৪৫) এর বিরুদ্ধে। তিনি উপজেলার দেউলী সুবিদখালী...

ইউনিয়ন ব্যাংকের আমানত হিসাব ও সঞ্চয় প্রকল্প সমূহে জনসাধারণের আগ্রহ বৃদ্ধি

কর্পোরেট ডেস্ক : শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. সর্বস্তরের প্রতিষ্ঠান ও জনগণের জন্য শরীয়াহ্ নীতিমালার আলোকে নিয়মিত হিসাব সমূহ যেমন: আল ওয়াদিয়াহ কারেন্ট একাউন্ট,...

পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে বিপাকে বিধবা নারী

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে বিপাকে পড়েছেন তিন শিশুসন্তানের মা এক বিধবা নারী। প্রতিকারের বিপরীতে তিনি অভিযুক্তদের রোষাণলে পড়ে চরমভাবে নাজেহাল...

নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন নয়, সীমিত হচ্ছে পর্যটক যাতায়াত

কর্পোরেট সংবাদ ডেস্ক : পরিবেশ সুরক্ষার স্বার্থে সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারি প্রতিদিন...

বিশ্ব ইজতেমার সম্ভাব্য সময় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২২...

ডায়মন্ডের অলংকার ক্রয়-বিক্রয় ও বিপণন নির্দেশিকা-২০২৪

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন। জুয়েলারী শিল্পের ঐতিহ্য, ব্যবসায়ীক সুনাম ও ভোক্তা অধিকার নিশ্চিত...

দেশ জেনারেলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ...

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বনাম সাংবিধানিক সমাধান!

এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক।। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে বলেই ফেলেছেন যে তিনি কোন পদত্যাগপত্র পাননি। সম্প্রতি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক...