October 26, 2024 - 1:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারপুঁজিবাজারকে শক্তিশালী করতে গার্মেন্টস কোম্পানিগুলোর তালিকাভুক্তির প্রয়োজন

পুঁজিবাজারকে শক্তিশালী করতে গার্মেন্টস কোম্পানিগুলোর তালিকাভুক্তির প্রয়োজন

spot_img

শেয়ারবাজার ডেস্ক: বড় বড় কোম্পানি যত বেশি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে, পুঁজিবাজার তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। পুঁজিবাজারকে শক্তিশালী করতে ভালো গার্মেন্টস কোম্পানিগুলোর তালিকাভুক্তির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। তিনি গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে ডিএসইর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার ও বিজিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ সময় ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, পরিচালক মো. শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেনসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমওইউ অনুসারে, ডিএসই ও বিজিএমইএ যৌথভাবে পুঁজিবাজারের মাধ্যমে তৈরি পোশাক খাতের কোম্পানিগুলোর প্রচার ও পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের উদ্দেশ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা প্রতিষ্ঠা করবে। এমওইউ স্বাক্ষরের পরই ডিএসই ও বিজিএমইএ যৌথভাবে ২০২টি তৈরি পোশাক কারখানা ও ৫০টি শীর্ষ রফতানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে পর্যায়ক্রমে পুঁজিবাজারের সেবা দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়। শিগগিরই এ-সংক্রান্ত শিডিউল ঘোষণা করা হবে। বিজিএমইএর পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরই এ-সংক্রান্ত তালিকা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন,  ‘বড় বড় কোম্পানি যত বেশি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে, পুঁজিবাজার তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থায়ন মূলত ব্যাংকের মাধ্যমে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। এটি আসলে পুঁজিবাজারের মাধ্যমে হওয়া উচিত। আর পুঁজিবাজারকে শক্তিশালী করতে ভালো ভালো গার্মেন্ট কোম্পানিগুলোর তালিকাভুক্তির প্রয়োজন।’ 

বিজিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান তার বক্তব্যে বলেন, ‘ডিএসই ও বিজিএমইএর সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় পক্ষ পুঁজিবাজারের গভীরতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করবে। পাশাপাশি দেশের তৈরি পোশাক খাতে ব্র্যান্ডিংয়ে ডিএসই কাজ করবে। এ চুক্তির মাধ্যমে বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য ডিএসই প্রয়োজনীয় মূলধন উত্তোলনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে এবং এ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি ও সেমিনারের আয়োজন করবে।’

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...