শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য ‘পুঁজিবাজারকেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালা’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ ভবিষ্যৎ বিনিয়োগকারীদের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়ানো।
এ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ডিএসই ট্রেনিং একাডেমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ৮৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার। কর্মশালাটি পরিচালনা করেন ডিএসইর উপমহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ সৈয়দ আল আমিন রহমান। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপাক ড. মো. সগির হোসেন খন্দকার ও সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন।
কর্পোরেট সংবাদ/এএইচ