October 26, 2024 - 1:39 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাওনা অর্থের তথ্য দিতে ডিএসই’র নির্দেশ

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাওনা অর্থের তথ্য দিতে ডিএসই’র নির্দেশ

spot_img

শেয়ারবাজার ডেস্ক: ব্রোকারেজ হাউজ শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেডের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাওনা অর্থ বা শেয়ারের বিষয়ে কোনো দাবি থাকলে সে তথ্য জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এজন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ বিনিয়োগকারীদের ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর আগামী ১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বিনিয়োগকারীদের ইনভেস্টরস কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন ডিপার্টমেন্টে (আইসিএএলডি) যোগাযোগ করতে বলা হয়েছে।

শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ব্রোকারেজ হাউজটির লেনদেন ও ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি) কার্যক্রম বন্ধ রয়েছে। 

২০১৭ সালের শেষ দিকে শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানির গ্রাহকরা জমাকৃত টাকা না পাওয়ার ব্যাপারে অভিযোগ করেন। আবার বেশকিছু গ্রাহক তাদের বিও হিসাবে শেয়ার না থাকা ও ঘাটতি দেখতে পান। তাদের অভিযোগ, গোপনে এসব শেয়ার বিক্রি করে দিয়েছে কোম্পানিটি। এসব অভিযোগে কমিশনের নির্দেশক্রমে ডিএসইর পরিদর্শন প্রতিবেদনে দেখা গেছে, শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে। এরপর ওই বছরের ১৩ অক্টোবর প্রতিষ্ঠানটির ডিপি লাইসেন্স স্থগিত ও সব ধরনের লেনদেন বন্ধ করে দেয় ডিএসই। প্রতিষ্ঠানটির গ্রাহকদের লিংক অ্যাকাউন্ট করে অন্য ব্রোকার হাউজে তাদের শেয়ার সরিয়ে নেয়ার সুযোগ দেয়া হয়। কিন্তু যাদের টাকা ও শেয়ারের ঘাটতি আছে তারা তাদের প্রাপ্য পাননি। এ অবস্থায় ২০১৯ সালে বিএসইসির ৭০৩তম কমিশন সভায় অভিযুক্ত ব্রোকারেজ প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বাজেয়াপ্ত করে তা বিক্রির মাধ্যমে গ্রাহকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেয়া হয়েছিল। কোম্পানিটির মালিকদের শেয়ার হস্তান্তর বা বিক্রির প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা সেটিও ডিএসইকে নিশ্চিত করতে বলা হয়েছিল।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...