শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৩০৭ বারে ২১ লাখ ১১ হাজার ৭৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৪০ পয়সা বা ৭.৬৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৭.০৬ শতাংশ দর বেড়েছে।
এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেমিনি সী, পিপলস ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ